FlameHoster একটা হোস্টিং কোম্পানি, যার যাত্রা শুরু হয়েছিল খুবই ছোট পরিসরে। ২০২০ সালে আমরা কাজ শুরু করি Alpha Web Designer নামে, একটা ছোট ডিজাইন ফার্ম হিসেবে। তখন আমাদের অফিস ছিল একটা মাত্র রুমে, আর হাতে ছিল শুধু কিছু স্বপ্ন, চেষ্টা আর শেখার আগ্রহ।

এরপর ২০২১ সালে আমরা তৈরি করি FusionFlame, যেটা ছিল একটা ফুল সার্ভিস আইটি ব্র্যান্ড। সেখান থেকেই জন্ম নেয় আমাদের হোস্টিং সার্ভিস — FlameHoster

আমাদের প্রথম ডোমেইন ছিল flamehoster.xyz, যেটা দিয়ে আমরা হোস্টিং সার্ভিস চালু করি। পরে ২০২৩ সালে আমরা flamehoster.com ডোমেইনে চলে আসি, যেন আরও পেশাদার ও নির্ভরযোগ্যভাবে গ্রাহকদের সেবা দিতে পারি।

আমাদের বড় পরবর্তী ধাপ

২০২৪ সালে আমরা রাজশাহীতে তৈরি করি আমাদের নিজস্ব ডেটাসেন্টার। এখান থেকেই আমরা শুরু করি লোকাল সার্ভার হোস্টিং, BDIX কানেক্টিভিটি সহ আরও অনেক সার্ভিস।

এছাড়া ২০২৪ সালের ২০ অক্টোবর আমরা চালু করি Rajshahi Colo নামে একটি আলাদা Colocation Service কোম্পানি, যেখানে গ্রাহকরা নিজেদের ফিজিক্যাল সার্ভার আমাদের ডেটাসেন্টারে রেখে চালাতে পারেন।

আমাদের অগ্রগতি

আমাদের সার্ভিসগুলো

কেন আমাদের বেছে নেবেন

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য হলো সবার জন্য সহজ, নির্ভরযোগ্য আর নিরাপদ হোস্টিং সার্ভিস তৈরি করা। একজন নতুন ডেভেলপার বা উদ্যোক্তা থেকে শুরু করে বড় ব্যবসা—সবাই যাতে আমাদের মাধ্যমে অনলাইনে নিজের জায়গা তৈরি করতে পারে, আমরা সেই সুযোগটা তৈরি করে দিই।

আপনার সফল অনলাইন যাত্রা শুরু করুন আমাদের সাথে

আপনি যদি এমন একটা হোস্টিং পার্টনার খুঁজছেন, যারা সার্ভার দেবে, গাইড করবে, আর সব সময় পাশে থাকবে—তাহলে FlameHoster আপনার জন্য সঠিক জায়গা।

আজই আমাদের সাথে যোগাযোগ করুন, আর শুরু করুন আপনার অনলাইন যাত্রা।

Click here to read in English.